‘বেফিকরে’ ও রণবীরের চুমুর অভিজ্ঞতা

Befikre & Ranbir

আগামী মাসের ৯ তারিখ  মুক্তি পেতে চলেছে‘বেফিকরে’। আর এরই মধ্যে আলোচনা ছড়িয়েছে ছবির চুম্বন দৃশ্য নিয়ে।

ছবির পোস্টার আর ট্রেলার মুক্তির পর বর্তমানে ইউটিইউব ভিউয়ারদের ‘হট লিস্ট’এ রয়েছেন রণবীর সিংহ ও নায়িকা বাণী কাপূর।

এত বেশি চুম্বনের দৃশ্য কোন বলিউডি ছবিতে আজ পর্যন্ত যেমন হয়নি, ঠিক তেমনই এখন পর্যন্ত এত রকম ক্যামেরা অ্যাঙ্গলে চুম্বন দৃশ্যগুলো শ্যুটও হয়নি কখনও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানালেন তাঁর চুমু খাওয়ার অভিজ্ঞতা। তাঁর মতে, ‘আপনাদের কোন ধারণা নেই এই সিনেমার জন্য আমায় কত চুমু খেতে হয়েছে। আমার এখন একটা ডিটক্সের প্রয়োজন। এত চুমু খেয়ে আমি বিরক্ত। প্রথম কয়েক দিন শ্যুটিং এর পরই বুঝতে পারি আদিত্য চোপরা (পরিচালক) কী চাইছেন? তারপরেই বাণী এবং আমি একটা সিডিউল করে নিয়েছিলাম চুম্বন দৃশ্যগুলো পারফেক্ট করতে। কখনও বাণী আমাকে একদিক দিয়ে চুমু খেত, তো পরের বার আমি অন্য দিক দিয়ে। কখনও ওষ্ঠে, তো পরেরবার অধরে, এই ভাবেই চলতে থাকত। কারণ একটাই, পরিচালক যেন যে কোনও দিক থেকেই শটগুলো ঠিক ভাবে নিতে পারেন।’