ব্যতিক্রমধর্মী জন্মদিন পালন

shah-rukh-khan-in-tubelight

প্রতিবার জন্মদিনে তিনি গণমাধ্যমকর্মী আর অতিথিদের ডেকে নেন নিজ বাড়িতে। কেক কেটে উদ্‌যাপন করেন দিনটি। গত এক দশক ধরে এভাবেই পালন হয়ে আসছিল বলিউড কিং খান শাহরুখের জন্মদিন উদ্‌যাপন। তবে এবার ঘটতে যাচ্ছে এই  ঘটনার ব্যতিক্রম।

আসছে নভেম্বরের ২ তারিখে তার ৫১তম জন্মবার্ষিকী নিজ বাড়ি মান্নাতে কাটাবেন না শাহরুখ খান।

আসলে প্রতিবার মান্নাতে জন্মদিন পালন করলেও এবার তা পারছেন না তিনি। কেননা নতুন ছবির জন্য  গত দু মাসের বেশি সময় ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। ব্যক্তিগত কাজে তিনি ভারত আসলেও ভারত ছাড়ার আগে এখানে ছবিসংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত থাকবেন তিনি।

তবে জানা গেছে ,সব কাজ শেষ করে পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমাবেন শাহরুখ।আর সেখানেই কাটাবেন জন্মদিনটি । তবে কোন দেশে যাবেন তা জানা যায়নি এখনও। কেননা সেটা হতে পারে তারকা পরিবারের অবকাশ যাপনের প্রিয় জায়গা সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা যুক্তরাজ্যের লন্ডন।

বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত ‘দ্য রিং’ ছবি নিয়ে বেশ ব্যস্ত শাহরুখ খান।এছাড়া শিগগিরই তাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে।