চলতি বছরের ৬ থেকে ১২ ফ্রেব্রুয়ারি ইস্টার্ন ইউনাটেড কর্মাশিয়াল ইউসিবি ও সিটি ব্যাংকের গুলশান, বনানী ও মিরপুরের কালশি এলাকার ৪টি এটিএম বুথ থেকে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেয়ার ঘটনা ঘটেছে। এই জালিয়াতিতে প্রায় ২০ লাখের মতো অর্থ চুরি করা হয়েছে।
সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, এটিএম বুথের কার্ডের প্রবেশমুখের ব্যাসার্ধ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় স্কিমিং ডিভাইস বসিয়ে টাকা হাতিয়ে নেয়া সম্ভব হয়েছে। তারা আরও বলছেন ব্যাংকের লোকজনের যোগসাজশ ছাড়া এই জালিয়াতি সম্ভব না।
এই ঘটনায় পল্লবী থানায় সিটি ব্যাংক এবং বনানী থানায় ইউসিবি মামলা করে। গোয়েন্দা পুলিশ বর্তমানে মামলাগুলো তদন্ত করছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন তারা। গোয়েন্দা কর্মকর্তারা আরও বলেন অতি সত্ত্বর এই টিমকে আইনের আওতায় আনা হবে।