ভারতীয় ৩ চ্যানেলের রুলের পরবর্তী শুনানি

Indian tv serial

শুরু হয়েছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে জারি করা রুলের শুনানি। আজ রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। পরে আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আগামীকাল সোমবার।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। উক্ত শুনানিতে ওই তিনটি চ্যানেলে সম্প্রচারিত বিভিন্ন সিরিয়াল বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর আগ্রাসন বলে উল্লেখ করেন তিনি।

এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।