সোমবার ভারতের ৬৩তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেত্রীর ট্রফিটা পেল ‘পিকু’ ছবির জন্য অমিতাভ ও সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ‘তনু ওয়েডস মনু রিটানর্স’ ছবির জন্য কঙ্কনা রানাওয়াত।
চতুর্থবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। পূর্বে অগ্নিপথ, পা এবং ব্ল্যাক সিনেমা দিয়েও জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। আর কঙ্গনার জন্য এটি দ্বিতীয় পুরস্কার। এর আগে কুইন সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যারা পেলেন:
সেরা অভিনেতা: অমিতাভ বচ্চন (পিকু), সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (তনু ওয়েডস মনু রিটার্নস), সেরা ছবি: বাহুবলি, সেরা বাংলা ছবি: শঙ্খচিল, সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (বাজিরাও মস্তানি), সেরা হিন্দি ছবি: দম লাগাকে হেইসা, সেরা জনপ্রিয় ছবি: বজরঙ্গি ভাইজান, সেরা সহযোগী অভিনেত্রী: তনভি আজমি (বাজিরাও মস্তানি), সেরা সহযোগী অভিনেতা: সামুথিরাকানি (বারানসি), সেরা গায়িকা: মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে), সেরা গায়ক: মহেশ কালে, সেরা সঙ্গীত পরিচালক: এম জয়াচন্দ্রন, ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অব অ্যা ডিরেক্টর: নীরজ ঘাওয়ান (মাসান), সেরা কোরিওগ্রাফার: রেমো ডি’সুজা (এবিসিডি ২), সেরা ছবি (সামাজিক বিষয়ে): নীরমায়াকম, সেরা ছবি (শিশু বিভাগ): দুরন্ত, সেরা ছবি (পরিবেশ বিষয়ে): ভালিয়া চিরাকুল্লা পক্ষীকাল, নার্গিস দত্ত পুরস্কার: নানক শাহ ফকির, সেরা স্পেশাল এফেক্টস: বাহুবলি, বিশেষ জুরি অ্যাওয়ার্ড: কালকি কোচলিন (মার্গারিটা উইথ অ্যা স্ট্র), সেরা সিনেমাটোগ্রাফি: বিশ্বজিৎ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি), সেরা সামাজিক ছবি: অটো ড্রাইভার,সেরা শর্ট ফ্লিম (ফিকসন): ঔষাদ (মারাঠি)।