ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ করতে নতুন সফটওয়্যার উদ্বোধন

Flat rent security system

যেসব বাড়ির মালিক ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাদের দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অন্যথায় ওই সব মালিকদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইএমএস সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

কমিশনার বলেন, এ সফটওয়্যার ব্যবহার করে ইতোমধ্যে চুরি, ডাকাতিসহ অনেকগুলো আলামতবিহীন (ক্লুলেস) মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ জন্য রাজধানীর প্রত্যেক নাগরিককে তথ্য নিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, ‘বাড়িভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডি কার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দেবেন এবং এর একটি কপি থানায় জমা দেবেন।’ একজন সুনাগরিকের সামাজিক দায়বদ্ধতা রয়েছে পুলিশকে আইনি কাজে সহায়তা করার। তাই জনগণের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরীতে একটি সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তুলতে চায় পুলিশ।