সম্প্রতি মাঝরাতে প্রায় বারোটার দিকে কারিনাকে ফোন করেন অর্জুন কাপুর। এসময় ফোনের পাশেই ছিলেন ছোট নবাব সাইফ আলী খান। মাঝ রাতের ফোন কলে রেগেমেগে আগুন হন সাইফ। রাগ হওয়াটাই স্বাভাবিক, রাতবিরাতে নিজের বউকে যদি অন্য কেউ ফোন দেয়, তবে কোন মানুষটা চটবে না বলুন।
সম্প্রতি অর্জুন-কারিনার ‘কি অ্যান্ড কা’ ছবি করতে গিয়ে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেন। এ ছবিতে কারিনার স্বামীর চরিত্রে অভিনয় করছেন অর্জুন। দুজনের কেমিষ্টি বেশ ভাল জমেছে।তাইবলে কি যখন-তখন তাঁকে ফোন দেওয়াটা সাজে? বাস্তবে কারিনা যে অন্য ঘরের বউ, সে কথা ভুললে চলবে তো চলবেনা।
এটাই প্রথম দিনই প্রথম নয়, এর আগে বহুবার অনেক রাতে কারিনাকে ফোন করেছেন অর্জুন। টের পেয়েও কিছুই বলেননি সাইফ, কিন্তু ওই রাতে আর চুপ করে থাকেননি তিনি। কারিনা-অর্জুনকে ধমক লাগালেন সাইফ। অর্জুনকে বকাঝকা করে বলেছেন, রাত ১২টার পর কোনো মহিলাকে ফোন দেয়া অভদ্রতা। জরুরি কাজ হলেও রাতে ফোন না দিয়ে সকালে কথা বলা উচিত।
প্রসঙ্গত, আসছে ১ এপ্রিলে মুক্তি পাবে অর্জুন কপূর এবং কারিনা কপূরের নতুন ছবি ‘কি অ্যান্ড কা’। ‘কি অ্যান্ড কা’ ছবিতে এই দু’জনকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা পাবেন।