মশা তাড়াতে জুয়েলারী

Jewellery for mosquitoes Chased

মশার উপদ্রবে অতিষ্ঠ? ডেঙ্গু, জিকা কিংবা চিকুনগুনিয়ার মত রোগের জীবাণু বহন করে এই ক্ষুদ্র প্রাণীটি। আর বর্তমানে এই রোগসমূহে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।

মশা মারার কোনো উপায়ই যখন আর কাজে দিচ্ছে না তখন সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান তৈরি করল এক অভিনব জুয়েলারি, যা পরলেই নাকি পালাবে মশা! মশাবাহী রোগ থেকে বাঁচতে নিজেদের গয়নার বাক্সে নতুন অভিনব জুয়েলারির সম্ভার তৈরি করেছে সিঙ্গাপুর।

তথ্যসূত্রে জানা যায়, এই জুয়েলারিগুলিতে থাকবে সিট্রোনেলা। মানুষের শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয় সিট্রোনেলা। আর তাই এই জুয়েলারিগুলির নকশায় ব্যবহার করা হয়েছে এই পদার্থ।

এমনকি ফুড়িয়ে গেলে আবারো করা যাবে রি-ফিল। আর দামও রয়েছে নাগালের মধ্যে। বাজারে আসার সাথে সাথেই যে তা সবাই লুফে নিতে চাইবে তাতে তো কোনো সন্দেহই নেই।