পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় নজরুল মঞ্চে আয়োজন করা হচ্ছে আজাদী কনসার্ট। উক্ত কনসার্ট থেকে মাইলসকে বাদ দেওয়ার পেছনে নিজেদের হাত নেই বলে জানিয়েছেন ভারতীয় ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলাম।
এমনকি ভারত বিদ্বেষী মন্তব্যের জেরে মাইলসকে বয়কটের ডাক দিয়ে ফেসবুকে পেজ খোলার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই বলেও সাফাই গেয়েছেন তিনি। ভারতীয় গায়ক রূপম ইসলাম ‘আমার শিক্ষাগত যোগ্যতা’ নামের ভিডিও বার্তায় এসব দাবি করেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৪৩ মিনিটে নিজের ফেসবুক পেজে এটি পোস্ট করেন তিনি। সেখানে রূপম বলেন, ‘এ কনসার্টের লাইনআপ প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতাদের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করি। তাদের অনেকে আমাদের কাছে প্রশ্ন তুলেছে, যারা ভারতকে নিয়ে কটাক্ষ করে তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করাটা কি সঙ্গত? আমাদের মনে হলো, এ কনসার্টে মাইলসের পরিবেশনার সময় দর্শক-শ্রোতা যদি এ ধরনের প্রশ্ন করে বসেন তাহলে তা সংগীত আসর থাকবে না। গন্ডগোল হতে পারে। তাই আমাদের ব্যান্ডের সদস্যরা মনে করেছেন, এ কনসার্ট থেকে সরে যাওয়া উচিত। তাই আমরা আয়োজকদের কাছে আপত্তির কথা জানিয়ে দিই। মাইলস যেন এখানে এসে অপমানিত না হন, সেই ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নিতেই আমাদের সরে দাঁড়ানো।’
ঘটনার জবাবে মাইলসও তাদের ফেসবুক পেজে রূপম ইসলামের কড়া সমালোচনা করে। তাদেরকে বয়কটের ডাক দেওয়ার পেছনে ফসিলসের হাত আছে বলেও অভিযোগ রয়েছে তাদের। তবে রূপম বলেন, ‘মাইলসকে বাদ দিয়ে আমাদের কি লাভ? এ সিদ্ধান্ত নিতে হয়েছে তথ্যের চাপে, যুক্তির চাপে। তাদেরকে নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের সরে দাঁড়ানো। ফসিলসের প্রত্যেক সদস্যকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছিলো এ ব্যাপারে, তারা দ্বিধাহীনভাবে কনসার্টটি না করার পক্ষে অবস্থান নিয়েছেন।’
২২ মিনিটের ভিডিও বার্তাটিতে রূপম আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘মাইলসের সঙ্গে কনসার্ট না করার সিদ্ধান্ত নিলাম আমি একাই, এ অভিযোগে আমার শিক্ষাগত যোগ্যতা কী তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইলসের সদস্যরা। এখানে ফসিলসের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ফসিলস বলতেই আমাকে গুলিয়ে ফেলা কিন্ত ঠিক নয়।’
রূপম দাবি করেন, মাইলসের সহোদর হামিন ও শাফিনের মন্তব্যে যে ভারতকে নিয়ে কটাক্ষ আছে তা বোঝার শিক্ষাগত যোগ্যতা তার আছে। তিনি আরও বলেন, ‘আমাদের পেজ থেকে বাংলাদেশি শিল্পীদের বিরুদ্ধে কখনও কিছু দেওয়া হয়নি। ভবিষ্যতেও বাংলাদেশের সব শিল্পীকে আমরা স্বাগত জানাই। তবে আমরা আয়োজক না, দর্শক-শ্রোতাও না। তারা কী করবেন তা কিন্ত আমাদের হাতে নেই।’