সম্প্রতি বাগদান সেরেছেন মার্কিন তারকা জুটি কেটি পেরি ও অরলান্ডো ব্লুম। অনেকদিন ধরেই প্রেম চলছিল তাদের। তারা যে বিয়ে করবেন এটা তো স্বাভাবিক। তবে গণমাধ্যমসূত্রে জানা গেছে, কেটি পেরি সন্তানসম্ভবা বলেই নাকি বাগদান করেছেন এই জুটি।
কিছুদিন আগে এক অনুষ্ঠানে সঙ্গীত তারকা কেটি পেরির আঙ্গুলে বেশ বড়সড় একটা হীরার আংটি দেখার পর থেকেই গুজবের পালে হাওয়া লেগেছে। এ ছাড়া হিলারি ক্লিনটনের ম্যানহাটন ইউনিসেফের সম্মেলনের ভিডিও প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ে কেটি পেরির অন্তঃসত্ত্বা হওয়ার গুজব। ভিডিওটিতে দেখা যায়, হিলারি ভাষণ দিচ্ছেন, ওদিকে দর্শক সারিতে দাঁড়িয়ে কেটির পেটে হাত বুলাচ্ছেন ব্লুম। আর এরপরেই ভাইরাল হয় ভিডিওটি।
তবে বাগদান বা সন্তান আসা কোন গুজবেই কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি এই তারকা প্রেমিক জুটি।
এই বছরের শুরুতে প্রেম শুরু করেন পেরি-ব্লুম জুটি। ২০১৩ সালে স্ত্রী মিরান্ডা কারের সাথে বিচ্ছেদ হয় ব্লুমের আর অন্যদিকে জন মেয়ার-এর সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করেন পেরি।