মা হতে চলেছেন লিসা

Actress Lisa is going to be mother

সম্প্রতি হৃতিক রোশানের সঙ্গে জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদে আবেদনময়ীরূপে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডন। আর এবার মা হওয়ার খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন ‘হাউসফুল-’ র এই অভিনেত্রী।

গত বছরের ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে দিনো লালভানি। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিনের মধ্যেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে আজ (১২ জানুয়ারি) ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে ভক্তদের মা হওয়ার খবরটি জানান লিসা।

অভিনেত্রী লিসা মা হতে চলেছেন খবরটি জানানোর পর থেকেই তার ভক্ত এবং শুভাকাঙ্খিরা শুভেচ্ছা জানানো শুরু করেছেন এ অভিনেত্রীকে।

উল্লেখ্য, অভিনেত্রী লিসাকে সর্বশেষ দেখা গিয়েছিল করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায়। ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর বর্তমানে ‘দ্য ট্রিপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন লিসা।