২০০৯ সালে ড্যানিয়েল ওয়েবার-এর সঙ্গে বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী সানি লিওন। যদিও তাঁদের কোনও সন্তান নেই, তবে বেশ সুখেই দাম্পত্যজীবন কাটাচ্ছিলেন সানি।
বেশকিছুদিন ধরেই একটা জোড় গুঞ্জন শোনা যাচ্ছিল যে, মা হতে চলেছেন সানি লিওন। তবে এবারে মুখ খুললেন সানি। তিনি জানিয়েছেন, এখনও মা হওয়ার সঠিক সময় আসেনি তাঁর।
পরিবার পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়ায় সানি বলেন পরিবার নিয়ে যে তিনি ভাবনা চিন্তা করেন না এমন বললে ভুল বলা হয়।
তবে এখনই তিনি মা হওয়ার জন্য শারিরীকভাবে প্রস্তুন নন তিনি। সানির কথায়, মা হতে এখনও দেরি আছে তাঁর।