মা হতে যাচ্ছেন জ‌্যানেট জ‌্যাকসন

Janet Jackson is going to be a mother

সম্প্রতি পিপল ম‌্যাগাজিনকে মাইকেল জ‌্যাকসনের বোন জ‌্যানেট নিশ্চিত করেছেন যে তিনি মা হতে চলেছেন। ৫০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন সংগীতশিল্পী জ‌্যানেট জ‌্যাকসন।

পপ তারকা জ্যানেট বলেছেন, স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন। জ‌্যানেট জ্যাকনের স্বামী আল মানা কাতারের নাগরিক ভিসাম। ৪১ বছর বয়সী কাতারের এই ব‌্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।

গত এপ্রিল মাসে জ‌্যানেট জ্যাকসন তাঁর ওয়ার্ল্ড ট‌্যুর বাতিল করার পর অনেকটা গুঞ্জন চলছিল তার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে। জ্যানেট অবশ্য তখন পরিবারের কারণ দেখিয়ে সফর বাতিল করেছিলেন।

লন্ডনে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায় জ‌্যানেটকে। তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।

জ‌্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন বলেছেন, মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। আর তার শরীর ও মন দুটোই ভালো আছে এখন।