মিথিলার আরো এক সাফল্য

Success of Mithila

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলা। সম্প্রতি এই তারকা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ’ বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে সিজিপিএ-৪ পাওয়ায় ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেছেন। চাকরি, অভিনয় ঠিক রেখে পড়ালেখাটা নিজের মত করেই চালিয়ে গিয়েছেন মিথিলা।

২০১৪-১৬ স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ এই সিজিপিএ পেয়েছেন তিনি। অভিনয় ও সংগীতশিল্পী হিসেবে সুনাম কুড়ানোর পর পড়ালেখায়ও দেখালেন নিজের প্রজ্ঞার কথা।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে তাঁর সাড়ে তিন বছরের মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে স্বর্ণপদক গ্রহণ করেন মিথিলা।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘চাকরি করেছি, সংসার করেছি, শুটিং করেছি। পড়াশোনায় কোনরকম ছাড় দিইনি আমি। সবকিছু সামাল দিয়েই আমাকে লেখাপড়াটা করতে হয়েছে। তবে পড়ার বিষয় ছিল আমার চাকরি ও ব্যক্তিগত জীবনের খুব কাছাকাছি। তাই আগ্রহ নিয়ে পড়েছি। এ কারণেই ফল ভালো হয়েছে। আর বাবা ও মায়ের সহযোগিতা ছাড়া আমার পক্ষে স্নাতকোত্তর শেষ করা সম্ভব ছিল না।’

মিথিলা যখন মাস্টার্সে ভর্তি হন তখন তার মেয়ে আয়রা খুব ছোট। তিনি চেয়েছিলেন আয়রার স্কুল জীবন শুরু হওয়ার আগেই যেন মাস্টার্স শেষ করতে পারেন। আর তাই এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত তিনি।

উল্লেখ্য মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার অব এডুকেশন হিসেবে। এবারের ঈদের পর একটিমাত্র নাটকেই অভিনয় করেছেন তিনি। নাম ‘চিরকুটের শব্দ’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন মিথিলা ও সিয়াম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। শিক্ষাজীবনের অর্জনে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তিনি। শাবানা আজমির বক্তব্যের পর তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।