মিমের নতুন গান নিয়ে তোলপাড় ইউটিউবে

New video song of mim

‘মিম মিম মিম তুই আমার মনের স্মার্টফোন, থ্রিজি সিম, তোকে পটাতে গিয়ে খাই হিমশিম’ শিরোনামের গানটি  তৈরি করা হয়েছে আজ ১৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমি তোমার হতে চাই’ এর প্রচারের জন্য।

গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় আর সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। তানজিলের কোরিওগ্রাফিতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে লেখা এই গানটিতে পারফর্ম করেছেন মিম নিজেই। গত রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে গানটির শুটিং হয়েছে।   আর ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে।

গানটি প্রসঙ্গে মিম বলেন, গানটি আমাকে ভীষণ বিমোহিত করেছে। নিজের নামে গান লেখা হয়েছে আর সেই গানে আমি অংশ নিয়েছি, এর চেয়ে ভালো লাগার আর কী হতে পারে।   আজ সন্ধ্যায় গানটি ইউটিউব ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজির অ্যাপে প্রকাশ করা হবে।

উল্লেখ্য মুক্তির আগেই নায়ক বাপ্পীর করা মামলার কারণে আলোচনায় আসে ‘আমি তোমার হতে চাই’ ছবিটি। মিম ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মিশা সওদাগর, দীপালি, ডন, মনিরা মিঠু। এছাড়াও একটি আইটেম গানে দেখা যাবে বলিউডের রাখি সাওয়ান্তকে।