আজ ৪ ডিসেম্বর বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। ১৯৬৬ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন মিশা। তার পুরো নাম শাহীন হাসান মিশা।
১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে নায়ক হওয়ার জন্য পরীক্ষা দেন মিশা। এরপর ১৯৮৯ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। আর তারপর থেকেই শুরু হয় তার সফল পথচলা।
ইতোমধ্যে ৮শতাধিকেরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিবারকে সময় দেয়ার মাধ্যমে এবারের জন্মদিনে পালন করছেন মিশা। তবে খুব বেশি বড় আয়োজন করে জন্মদিন পালন করছেন না জনপ্রিয় এই অভিনেতা।
এ প্রসঙ্গে মিশা জানান, সন্ধ্যার পর পরিবারকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবেন তিনি। কাছের আত্মীয়-পরিজন ইতমধ্যে তাকে উইশ করছেন। তিনি সকলের ভালোবাসায় সিক্ত।
পর্দায় খারাপ লোক হলেও বাস্তব জীবনে অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতা সবসময়ই থাকেন দুঃখী মানুষের পাশে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি।