মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত ছবি ‘পার্চড’

The most widely discussed film 'parada'

পরিচালক লীনা যাদবের বহুল আলোচিত ছবি ‘পার্চড’। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। নায়ক অজয় দেবগণের এই প্রোডাকশন গত এক বছর ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে রীতিমত আলোচ্য বিষয়৷ তবে তার কারণ মূলত দু’টি৷

১৷ ২৪টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবি৷ যার মধ্যে এখন পর্যন্তপুরস্কার এসেছে ১৮ টি৷

২৷ এই ছবিতে নায়িকা রাধিকা আপ্তেকে দেখা যাবে একটি ন্যুড দৃশ্যে৷ যে দৃশ্য অনলাইনে লিক হয়ে যায় কিছুদিন আগেই৷ সেই দৃশ্য দেখার উত্তেজনা যে চরমে পৌঁছে গেছে সে কথা আর বলে দিতে হবে না৷

আসলে লীনা পরিচালিত এই ছবির গল্পটিও বেশ ইন্টারেস্টিং৷ গুজরাতের এক গ্রামের চার সাধারণ মেয়ে রানি, লাজ্জো, বিজলী আর জানকী-র জীবনের ‘বিটারসুইট টেল’ রয়েছে এই ছবির পরতে-পরতে৷ ঠিক যেমন প্রত্যাশা হয় ছবির ফার্স্ট লুক দেখে, সেইমতো, এই ছবি মহিলা সত্তার সেলিব্রেশন, মেয়েদের মুক্তির পথ খুঁজে নেওয়ার গল্প৷

ছবিটিতে রাধিকা আপ্তে ছাড়াও দেখা যাবে অন্য তিন নায়িকা তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা আর সায়নি গুপ্তকে৷ এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেনও৷ সম্প্রতি ছবির স্ক্রিনিং হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন আর টরোন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে৷ আবার নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে ছবিটি৷ যেখানে ছবির আনসেন্সরড ভার্সান দেখেছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা৷

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রতীম পরিচালিত ‘সাহেব বিবি গোলাম’ ছবিটি চলছে কলকাতায়। যে ছবির কিছু ‘বোল্ড’ দৃশ্য নিয়ে ভয়ানক আপত্তি ছিল সেন্সর বোর্ডের৷ প্রায় বছরখানেক ধরে ছুটোছুটির পর ছবিটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পায়।

তবে এবার প্রশ্নটা আলাদা? আপনি যখন ‘পার্চড’ দেখলেন তখন কী মনে হল? ভারতীয় সেন্সর বোর্ড এই ছবির কোন দৃশ্য নিয়ে আপত্তি তুলতে পারে? প্রতীমের উত্ত্র হল, ‘দু’টো দৃশ্য আছে৷ ছবিতে রাধিকা আপ্তের চরিত্রের সন্তান হয় না৷ বর তাকে কথা শোনায়, সন্তান ধারণে অক্ষম, এই অভিযোগে৷ অত্যাচার করে তার ওপর৷ এরপর রাধিকাকে পাঠানো হয় এক ঋষির কাছে৷ প্রাচীনকালের নিয়ম অনুযায়ী এই ঋষির সঙ্গে যৌনসংসর্গে লিপ্ত হতে হয় রাধিকার চরিত্রকে৷

ছবিতে এই দৃশ্য যে রকম ভাবে শ্যুট করা হয়েছে, তা দেখে বাত্সায়নের কামসূত্রের কথা মনে পড়াতে পারে৷ দ্বিতীয় দৃশ্যটি হল ছবিতে এক জায়গায় রাধিকা যখন অত্যাচারিত হয়, তখন তার বুকে যে জায়গায় ক্ষত হয়েছে, সেখানে হাত বুলিয়ে দেয় তার সঙ্গী তন্নিষ্ঠা৷ দু’জনের প্রেমের দৃশ্য৷

এতদিন মানসিকভাবে যে সঙ্গী কাছে ছিল, সে শারীরিকভাবেও কাছে আসে৷ রাধিকার আঁচল সরে যায় এই দৃশ্যে৷ যেভাবে ফ্রন্টাল ন্যুডিটি আছে এই দৃশ্যে, সেটাও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা, সেটা দেখার৷ তবে এই দৃশ্য ছবি থেকে বাদ গেলে খারাপ হবে৷ অত্যন্ত সুন্দর এবং সেন্সিবল একটি দৃশ্য৷ ২৩ তারিখ যখন ছবিটা মুক্তি পাবে, তখন কোনও দৃশ্য বাদ দিয়ে মুক্তি পাবে না আমি যেরকম দেখেছি, ঠিক সেরকমই থাকবে, সেটা জানার আগ্রহ আমার মধ্যেও রয়েছে৷’

এই ছবিতে রাধিকা আপ্তের ন্যুড দৃশ্যটি মিডিয়ায় লিক হওয়া নিয়ে মিডিয়ার বাড়াবাড়িটাকে অকারণ এবং নেতিবাচক বলেছিলেন আদিল হোসেন৷ মাজার ব্যাপার হল, ‘পার্চড’-এ অভিনয় করার অফার একটা সময় এসেছিল পাওলি দামের কাছেও৷ তবে সে সময়ে তার চূড়ান্ত ব্যস্ততার কারণে কথাবার্তা এগোয়নি৷

ছবিটির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার৷ তবে ঝড় যে উঠবে তার আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই৷ ‘পার্চড’ ছবির মুক্তি ঘোষণা হওয়ার পরই ট্যুইটারে লীনার বক্তব্য, ‘আফটার আ সাকসেসফুল রান ইন মেনি কান্ট্রিস আওয়ার বেবি ‘পার্চড’ কামস হোম অন ২৩ সেপ্টেম্বর ২০১৬!