বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ট্রিপল এক্স । ছবিটির প্রথম ট্রেলার অবশ্য মন জয় করতে পারেনি ভক্তদের। ট্রেলারটি অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, ট্রেলারজুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। দীপিকাকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য।
প্রথম ট্রেলারে তাই দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি এই অভিনেত্রীর।
কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি অভিনেত্রী নিজেই । ট্রেলারটিতে শিকারি দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহি অবতারে।
জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
সম্প্রতি ‘বিগ বস’ হাউসে মুক্তি পেল ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি । আর অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।এবার দীপিকা ভক্তদের জন্য হিন্দিতে মুক্তি পেল সেই ট্রেলার।