‘বাহুবলী’ দেখে সিনেমা হল থেকে বেরোনোর সময় অনেকেই চুলচেরা বিশ্লেষণ করতে বসেছিলেন কেন খুন করল কাটাপ্পা? আর এবার সেই কারণ জানতে পারবেন দর্শকরা ‘বাহুবলী ২’ এর মাধ্যমে। দক্ষিণী ছবি ‘বাহুবলী’র দুর্দান্ত সাফল্যের পর দর্শকদের চাহিদায় নির্মিত হচ্ছে ‘বাহুবলী ২’।
সম্প্রতি মুক্তি পেল ‘বাহুবলী দ্য কনক্লুশন’ এর অফিসিয়াল লোগো। ছবির পরিচালক এস এস রাজামৌলি নিজেই টুইট করেছেন লোগোটি। আর লোগোতে লেখা রয়েছে দর্শকদের বহু প্রতিক্ষিত সেই প্রশ্ন “Why Kattappa Killed Baahubali”
পাশাপাশি রাজামৌলি ঠিক করেছেন প্রভাসের জন্মদিন ২২ অক্টোবরে ছবির প্রথম টিজার ইন্টারনেটে ছাড়বেন যেটুকু শুটিং হয়েছে, তার কিছু দৃশ্য। আর এটাই হবে তার পক্ষ থেকে বাহুবলীর জন্মদিনের উপহার। পরিচালক জানিয়েছেন টিজারটি লঞ্চ করা হবে আমাজন প্রাইমে।
এখনও বাকি রয়েছে শ্যুটিং সহ ছবির দুটো গানের কাজ। তবে পরিচালকের কথায় আর কিছুমাসের মধ্যেই শেষ হয়ে যাবে ছবির কাজ।
‘বাহুবলী’র ফার্স্ট পার্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে আকাশছোঁয়া সাফল্য পায় ছবিটি। তখন বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ইতোমধ্যে ছবিটির থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়ে গিয়েছে ৪৫ কোটি টাকার।