ম্যালওয়্যারের আক্রমণপ্রবণ দেশের শীর্ষ স্থানে বাংলাদেশ

ম্যালওয়্যারের আক্রমণপ্রবণ দেশের শীর্ষ স্থানে বাংলাদেশ

কম্পিউটার মানেই ভাইরাস আর ভাইরাস মানেই ম্যালওয়্যার। কম বেশী সব দেশেয় ম্যালওয়্যার ছড়ানো তবে ম্যালওয়্যার আক্রমণপ্রবণ দেশের শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তান। এ তালিকার পরবর্তী দেশগুলো তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিস্তিন ও নেপাল। সাম্প্রতিক বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের ম্যালওয়্যার নিরাপত্তা-বিষয়ক এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।

২০১৫ সালের দ্বিতীয়ার্ধের জন্য ‘মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স (এমএসআই) রিপোর্ট’-এর ২০তম ভলিউম প্রকাশ করেছে মাইক্রোসফট। ওই প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি। রিপোর্টে আরও জানানো হয় কম ম্যালওয়্যার আক্রমনত্তক দেশ গুলোর মধ্যে ফিনল্যান্ড, নরওয়ে, জাপান ও সুইডেন। এসব দেশে ম্যালওয়্যার আক্রমনের সমস্যা কম পাওয়া গেছে। ম্যালওয়্যার আক্রমণের অর্ধেকেরই উত্পত্তিস্থল এশিয়ায়। এক-পঞ্চমাংশের উত্পত্তিস্থল লাতিন আমেরিকা।