কম্পিউটার মানেই ভাইরাস আর ভাইরাস মানেই ম্যালওয়্যার। কম বেশী সব দেশেয় ম্যালওয়্যার ছড়ানো তবে ম্যালওয়্যার আক্রমণপ্রবণ দেশের শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তান। এ তালিকার পরবর্তী দেশগুলো তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিস্তিন ও নেপাল। সাম্প্রতিক বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের ম্যালওয়্যার নিরাপত্তা-বিষয়ক এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
২০১৫ সালের দ্বিতীয়ার্ধের জন্য ‘মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স (এমএসআই) রিপোর্ট’-এর ২০তম ভলিউম প্রকাশ করেছে মাইক্রোসফট। ওই প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি। রিপোর্টে আরও জানানো হয় কম ম্যালওয়্যার আক্রমনত্তক দেশ গুলোর মধ্যে ফিনল্যান্ড, নরওয়ে, জাপান ও সুইডেন। এসব দেশে ম্যালওয়্যার আক্রমনের সমস্যা কম পাওয়া গেছে। ম্যালওয়্যার আক্রমণের অর্ধেকেরই উত্পত্তিস্থল এশিয়ায়। এক-পঞ্চমাংশের উত্পত্তিস্থল লাতিন আমেরিকা।