যেভাবে বিয়ে করবেন রণবীর সিং

wedding ceremony of Ranbir singh

গত কয়েক বছর ধরে জল্পনা চলছে রণবীর আর দীপিকা পাডুকোনের প্রেম নিয়ে। আর এবার বিয়ে নিয়ে উঠেপড়ে লেগেছেন রণবীর।

সম্প্রতি তাঁর নতুন ছবি ‘বেফিকরে’-র একটি ওয়েডিং সংয়ের লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রবল উৎসাহে বলে চলেন বিয়ে নিয়ে ঠিক কী কী ভেবে রেখেছেন রণবীর। রণবীর সিং যে এবার বিয়ের জন্য ছটফট করছেন সেটা বেশ বোঝা যাচ্ছে।

রণবীর প্রথমেই জানান যে হবু স্ত্রীকে হয় প্যারিসে নয়তো মুম্বইতে প্রোপোজ করবেন। প্যারিস তাঁর খুব প্রিয় শহর এবং তাঁর নতুন সিনেমার পটভূমিও প্যারিস। এছাড়া সারা পৃথিবীর পপুলার কালচারে বহুদিন ধরেই প্রেমের শহর বলেই পরিচিত প্যারিস। আর তাই প্রোপোজ করার জন্য রণবীরের প্রথম পছন্দ এই শহর। আর পছন্দের তালিকায় দ্বিতীয় মুম্বই।

রণবীরের মতে, যেখানে তাঁর প্রাণ থাকে, সেই বাড়িতেই প্রাণের মানুষকে মনের কথা জানাতে চান তিনি।

এ তো গেল প্রোপোজ এর কথা। এর পর বিয়ের পার্টির পরিকল্পনা বিষয়ে তিনি জানান, সেটা হবে ননস্টপ পার্টি এবং রণবীরের ইচ্ছে কোনও একটি দ্বীপে অ্যারেঞ্জ করা হবে সেই পার্টি। শুধু তাই নয়, পার্টিটা হবে ট্রান্স পার্টি এবং সেখানে সবাই এমন আনন্দ করবেন যেন মনে হয় জীবনের সেটাই শেষ দিন।

ছবির প্রচারে এসে রণবীর তো এত কথা বললেন, ওদিকে দীপিকা কিন্তু একেবারেই চুপচাপ। বিয়ে নিয়ে এখনও কোনও কথা নেই তাঁর মুখে।