স্মার্টফোন আসার আগে থেকেই মোবাইলে ক্যামেরা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার। স্মার্টফোনের যুগে মোবাইল ক্যামেরার গুরুত্ব আরো বেড়েছে। সবাই চায় তার হাতে থাকা ফোনের ক্যামেরাটা ভালো হোক যাতে আলাদা করে আবার ক্যামেরা কিনতে না হয়। বাড়তি একটা জিনিস বয়ে বেড়ানোও ঝামেলা। আর তাই ক্যামেরাকে করা হয়েছে সহজলভ্য। স্মার্টফোনেই চলে এসেছে দুর্দান্ত সব ক্যামেরা।
দেখে নিন এই মুহূর্তে কোন কোন ফোন ক্যামেরার দিক থেকে বাজারসেরা
১. স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ
২. আইফোন ৭ প্লাস
৩. এইচটিসি ১০
৪. এলজি জি৫
৫. লুমিয়া ৯৫০ এক্সএল ডুয়াল সিম
৬. হুয়াই গুগল নেক্সাস ৬পি
৭. অ্যাপল আইফোন ৬এস প্লাস ও ৬এস
৮. স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস ও এস৬ এজ
৯. স্যামসাং গ্যালাক্সি নোট ৫
১০. মটো জেড
১১. সোনি এক্সপিরিয়া জেড৩ প্লাস
১২. ইউ ইউরেকা প্লাস
১৩. সনি এক্সপেরিয়া এক্সজেড
১৪. এইচটিসি ডিজায়ার ৮১৬
১৫. জিওনি ইলাইফ ই৭