রণবীর-শাহরুখ এবার একসাথে

Ranvir & Shahrukh are together

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ মিনিট দুয়েকের জন্য মুখোমুখি হলেও এবার  শাহরুখ খান ও রণবীর কাপুরকে দেখা যেতে পারে রাশিয়ান সিনেমায়।

রাশিয়ান প্রযোজক অ্যালেক্সি পেত্রুহিন এর নতুন ছবি ‘ভিআইওয়াই : জার্নি টু ইন্ডিয়া’তে শাহরুখ ও রণবীরকে একসঙ্গে চান তিনি।

অ্যালেক্সি বলেন, ‘শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য। সহ-প্রযোজক হিসেবেও তাকে চাই আমরা। আপাতত উনার সম্মতির অপেক্ষায় রয়েছি। রণবীর কাপুরকেও প্রস্তাব দিয়েছি। দুই অভিনেতাকে একসঙ্গে আনতে চাই এই ছবিতে।’

জনপ্রিয় ‘ভিআইওয়াই’ সিরিজের তৃতীয় ছবি হবে এটি। দ্বিতীয় কিস্তি ‘ভিওয়াইআই: জার্নি টু চায়না’তে অভিনয় করছেন জ্যাকি চ্যান ও আর্নল্ড শোয়ার্জনেগার।

অ্যালেক্সি আরও জানান, তৃতীয় কিস্তি হবে মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। ভারত ও চীনে শুটিং করতে চান তনি।

শাহরুখকে প্রস্তাব দেওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা প্রথমসারির একজন বলিউড অভিনেতাকে খুঁজছিলাম, যার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। দ্বিতীয় ছবিটার জন্য যেমন জ্যাকি চ্যানকে সই করিয়েছি। উনারও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।’

এছড়াও অ্যালেক্সি জানান, ‘ভিআইওয়াই : জার্নি টু ইন্ডিয়া’র বাজেট ৪ কোটি ডলার।