দেশে প্রথমবারের মতো রবি নিয়ে এলো আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ। শুধু তিনটি ডাটা প্যাকে রয়েছে আজীবন মেয়াদী ইন্টারনেট অফার।
- ৯৯ টাকায় ৩৫০ এমবি ইন্টারনেটের প্যাকের জন্য ডায়াল *১২৩*৯৯#
- ১৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেটের প্যাকের জন্য ডায়াল *১২৩*১৯৯#
- ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল #১২৩*২৯৯#
ইন্টারনেট ব্যাল্যেন্স জানতে *১২৩*৩# অথবা *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে। প্রতিটি প্যাকের মূল্যের সাথে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে।
ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকা রিচার্জে। এর সাথে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যোগ করা আছে।