দেশের চলচ্চিত্র অঙ্গনে একজন খলনায়ক ‘নায়ক’ হলেন রাজীব। নিভৃতে দীর্ঘ ১২ বছর তিনি বাংলা সিনেমা থেকে হারিয়ে গেছেন। এই মহান অভিনেতার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ।
তার পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব। রুপালি পর্দার দাপুটে এ অভিনেতা ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই গুণী অভিনেতা অভিনয় করেছেন প্রায় দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে।
তিনি ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪), সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, আজকের সন্ত্রাসী, অন্তরে অন্তরে, কেয়ামত থেকে কেয়ামত, বাবার আদেশসহ আরো অনেক জনপ্রিয় বাংলা ছবি।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ রাজীব শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও লাভ করেন অসংখ্য সম্মাননা। অভিনয়ের বাইরে তিনি দায়িত্ব পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও।