রাতের ত্বকের যত্ন

skin care at night

রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মাত্র দশ মিনিটের পরিচর্যায় ত্বককে করে তুলতে পারেন আরো সুন্দর আর মসৃণ। আর তাই ঝলমলে ত্বকের জন্য প্রতিরাতে রূপচর্চার বরাদ্দ রাখতে পারেন মিনিট দশেক সময়।

১. প্রথমে সামান্য চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে প্রাকৃতিক স্ক্রাবার তৈরি করে নিন। এবার এক মিনিট ত্বক স্ক্রাব করে ধুয়ে ফেলুন। কেমিক্যাল স্ক্রাব সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা উচিৎ না হলেও এই ঘরোয়া স্ক্রাবটি আপনি চাইলে প্রতিদিনই  ব্যবহার করতে পারেন।

২. এরপর ১ চা চামচ মধু, অর্ধেক পাকা কলা এবং একটু দুধ মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিন। এতে ত্বকের নিচে রক্ত সঞ্চালন ভালো হবে। ফলে ত্বকের নানা সমস্যা দূর হবে। ৫-৭ মিনিট মুখে রেখে দিন। এরপর তা আলতো ঘষে ভালো করে ধুয়ে ফেলুন।

৩. ত্বক থেকে মাস্কটি এমনভাবে ধুয়ে নিবেন যেন একটুও রয়ে না যায়। এরপর একটি পাতলা সুতি তোয়ালে দিয়ে মুখ চেপে চেপে মুছে ফেলুন। এভাবেই সারারাত থাকুন। কারণ ত্বকে মধু ব্যবহার পর কোনো ধরণের প্রসাধনী ব্যবহারের প্রয়োজন পড়ে না।