আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘রানওয়ে’। শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ ও শবনম ফারিয়া।
ইদানিং সবকিছুই যেন বিষিয়ে ওঠেছে অর্নবের কাছে। গান করতেন, ছিলো ব্যান্ডের দলও। একটা সময় ওই দলের সদস্যরা তার সঙ্গে বেঈমানী করায় প্রতারকদের ভীড়ে দেশে না থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
অনেক ভেবে-চিন্তে নিজের সব জিনিসপত্র বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন অর্নব। এজন্য ইতোমধ্যে বিজ্ঞাপনও দিয়েছেন অনলাইনে। জিনিসপত্রগুলোর সঙ্গে রয়েছে নিজের পছন্দের গাড়িটাও।
বিজ্ঞাপন দেখে গাড়ি কেনার জন্যে অর্নবের সঙ্গে যোগাযোগ করেন রোদেলা। পরিচয় হয় তাদের। রোদেলা একসময় বুঝতে পারেন, দেশ আর দেশের মানুষের প্রতি কিছু ভুল ধারণা নিয়ে বিদেশে পাড়ি দিতে যাচ্ছেন অর্নব। যা কোনোভাবেই হতে দেওয়া যায় না।
দেশের প্রতি ভালবাসা জাগানোর সঙ্গে সঙ্গে নিজেদের ভালোবাসাটাও ডালপালা মেলতে শুরু করে রোদেলার। কিন্তু রোদেলা ভুলে গিয়েছেন তার শরীরে বাস করা মরণব্যাধি ক্যানসারের কথা। কিছুদিনের মধ্যে তাকে শুধু দেশ নয়, এই সুন্দর ভুবন ছেড়েই চলে যেতে হবে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘রানওয়ে’।
নাটকটিতে তৌসিফ ও শবনম ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, সারা ফারহানা, তানভীর প্রমূখ।