বিয়ের পরেই হানিমুনে যাওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির। কিন্ত সম্প্রতি ‘হারজিৎ’ ছবির শুটিংয়ের জন্য মধুচন্দ্রিমা বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। এদিকে ছবির শিডিউল জটিলতার কারণে শুটিং পিছিয়ে সেপ্টেম্বরের ১৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে মাহির হাতে এসেছে কিছুটা অবসর।আর এই হঠাৎ অবসরে রোববার লন্ডনের উদ্ধেশ্যে উড়াল দিবেন মাহী।
এ বিষয়ে মাহির স্বামী অপু বলেন, আমরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাচ্ছি। ঈদের আগেই দেশে ফিরব। ঈদের পর ওর (মাহি) একটা ছবির কাজ আছে। সেটা শেষ করে হানিমুনে আমেরিকা যাওয়ার ইচ্ছে আছে আমাদের।
হারজিৎ ছবির পরিচালক বদিউল আলম খোকন বলেন, আমার এই ছবিতে মাহি ছাড়া আরো কাজ করছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি ইদানীং কয়েকটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত, তাই ছবির শুটিং ঈদের পর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।