লাল গালিচায় ঝড় তুললেন দীপিকা

Depika is in red carpeat

বলিউড জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হলিউডে নিজের প্রথম ছবি ‘xXx: Return of Xander Cage’ মুক্তি পাওয়ার আগেই ঝড় তুললেন আন্তর্জাতিক অঙ্গনে এক রেড কার্পেটে। নেদারল্যান্ডসের রটারড্যামে চলতি বছরের এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের আসরে দীপিকার সাজ উপস্থিত চোখে পড়ে সকলেরই।

মনীশা জয়সিং-এর আউটফিটে রেড কার্পেটে সবারই নজর কাড়ে বলিউড  এই অভিনেত্রীর উপস্থিতি। অলিভ গ্রিন থাই হাই স্লিট স্কার্ট, কালো উর্দ্ধাবরণী ও জ্যাকেট, বড় বেল্ট এবং সবুজ লম্বা কানের দুলে দীপিকা যেন হয়ে উঠেছিলেন মোহময়ী।

৩০ বছর বয়সি এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত xXx ছবির প্রচারের কাজে। এমটিভি এমা’র আসরে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে কানাডার গায়কের হাতে সেরা মিউজিক ভিডিও এর পুরস্কার তুলে দেন দীপিকা ও দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ খ্যাত অভিনেতা নিনা ডবরেভ।