বাংলা সিনেমার কিং খান চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি ‘অহংকার’। শাহাদত হোসেন লিটন পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুইজন নায়িকা। এখন পর্যন্ত একজন নির্বাচিত হয়েছেন; বুবলী। এখন চলছে অপর নায়িকা অনুসন্ধান।
কিন্তু পরিচালক লিটন জানান কোনভাবেই মেলানো যাচ্ছে না অন্য আরেকজন নায়িকা। তাই তিনি শাকিবের বিপরীতে নতুন নায়িকার সন্ধান করছেন তিনি।
পরিচালক শাহাদত হোসেন লিটন বলেন, ‘অহংকার’ ছবির কাজ শুরু করবো এই জানুয়েরি মাসের ১০ তারিখ থেকে। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। শুধু প্রয়োজন একজন নতুন মুখের; যে শাকিব-বুবলীর মধ্যে এন্ট্রি নেবেন। কিন্তু পাচ্ছি না। চেষ্টা করে যাচ্ছি।’
তিনি আরো জানান, ‘আগ্রহী কেউ যদি নিজেকে যোগ্য মনে করেন, কাকরাইল তুষার কথাচিত্রের অফিসে এসে যোগাযোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘অহংকার’ ছবিতে আরো অভিনয় করবেন অভিনেত্রী নূতন। তবে তাকে পাওয়া যাবে খল চরিত্রে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।