রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর লাগেজ থেকে একটি ড্রোন জব্দ করেছে শুল্ক বিভাগের গোয়েন্দারা।
মঙ্গলবার রাতে ড্রোনটি জব্দ করা হয়। ড্রোনটি প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এটির সঙ্গে উন্নতমানের ক্যামেরা আর সেন্সর রয়েছে বলে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলেছে, “প্রাথমিক তথ্যে জানা যায় ভিডিও শুটিং এর পাশাপাশি এটি স্পায়িং কাজে ব্যবহার করা যায়। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি পরিচালনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, এসব ড্রোন প্রায় ১ কেজি ওজনের ভার বহনে সক্ষম। এর কোনো অপব্যবহারের ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রোন বহনকারী ড্রোন থাকার কথা অস্বীকার করেন। এরপর একপর্যায়ে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা লাগেজ থেকে ড্রোনটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। প্রায় ১৪ কেজি ওজনের ড্রোনটির বিভিন্ন অংশ খুলে প্যাকেট করা হয়েছিল।
ড্রোন নানা ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশে এর আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সরকারের অনুমতি ছাড়া ড্রোন আমদানি করা যায় না।