শাহরুখের নারীপ্রীতি

Feminist Shahrukh-Khan

মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি। ছবিটিতে শাহরুখ খানের সাথে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এ মুহূর্তে তারা দু’জনই ব্যস্ত ছবির প্রচারে কাজে। এরই মধ্যে বলিউড বাদশা গণমাধ্যমকে জানালেন, পুরুষসঙ্গের চেয়ে নারীসঙ্গই নাকি বেশি ভালো লাগে তার।

এর আগে অবশ্য কখনও শোনা যায়নি শাহরুখের এ নারীপ্রীতির কথা। তবে কি আলিয়া ও গৌরির সান্নিধ্যে এসেই এমন উপলব্ধি হয়েছে তার? হ্যা, এমনই মনে করছেন সবাই। তবে এ সময় তার এই রসিকতায় হেসে ওঠেন পাশে থাকা আলিয়া ভাট ও ‘ডিয়ার জিন্দেগি’র নির্মাতা গৌরি শিন্ডে।

শাহরুখ বলেন, “এ পৃথিবীটা এতো সুন্দর তার প্রধাণ কারণ হলো এতে সুন্দর সুন্দর মেয়েরা বাস করে। আমি বরাবরই এমন রমণীভক্ত। এমনকি পুরুষ প্রধান চরিত্রের চেয়ে নারী প্রধান সিনেমায় অভিনয় করতে বেশি ভালো লাগে আমার!”

তিনি আরও বলেন, “নারীরা অনেক কোমল ও সংবেদনশীল হয়ে থাকে। এ কারণে তাদের সান্নিধ্য আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, আমার আশপাশে শুধু মেয়েরা থাকলেই ভালো হত!”

এছাড়া তার নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’তে নারী চরিত্রগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে বলেও  জানান এ তারকা।