শাহিদ কন্যার নাম রহস্য

The name of the daughter of Shahid

কিছুদিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন শাহিদ কাপুর। ছোট্ট ফুটফুটে একটা মেয়ের জন্ম হয়েছে শাহিদ-মীরা দম্পতির ঘরে। তবে মেয়ের জন্মের পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল শাহিদ-মীরা মেয়ের কী নাম রাখবেন তা নিয়ে।

শাহিদের ভক্তদের পক্ষ থেকে অনেক নামও নির্বাচন করা হয়েছিল। অবশেষে মেয়ের কী নাম রাখলেন তা নিজেই জানালেন শাহিদ কাপুর।

সোশ্যাল মিডিয়া ট্যুইটারের মাধ্যমে জানালেন মেয়ের নাম ‘মীশা’ – হ্যাঁ, মেয়ের এই নামই রেখেছেন বলিউড হার্টথ্রব শাহিদ। ‘মীশা’, যেখানে রয়েছে মীরা-র মী এবং শাহিদের শা।

দুজনের নামের প্রথম অক্ষর নিয়েই মেয়ের নাম রাখলেন তাঁরা।