শিক্ষার্থীদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ লাইফস্টেজ

Lifestage, Facebook's teens-only app

গোটা বিশ্বেই ফেসবুক এখন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তাই এবার ফেসবুক ‘লাইফস্টেজ’ নামে নতুন অ্যাপ নিয়ে হাজির হয়েছে টিন এজারদের কথা ভেবে। এই অ্যাপ ব্যবহার করতে হলে বয়স হতে হবে একুশ বা তার চেয়ে কম।

এই অ্যাপটি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে বিভিন্ন জীবনমূলক প্রশ্নের উত্তর দিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করতে পারবে এবং সেই প্রোফাইল স্কুল নেটওয়ার্কে দেখা যাবে।

এই অ্যাপের জনকের বয়স মাত্র উনিশ বছর। তিনি আবার ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজারও। ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান নতুন এই অ্যাপের জন্ম দিয়েছেন। মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নতুন এই অ্যাপটি তৈরি করেছেন সেম্যান।

এই অ্যাপটি প্রথমে তৈরি করা হয় শুধুমাত্র আইওএস ইউজারদের জন্য কিন্তু সদ্য এই অ্যাপটি লঞ্চ করা হল গুগল প্লে স্টোরে। অর্থাৎ এখন থেকে অ্যানড্রয়েড ইউজাররাও নিজেদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। কিন্তু ডাউনলোড যিনি করবেন তাঁর বয়স হতে হবে অবশ্যই ২১ বা ২১-এর কম।