শুভশ্রীর জন্মদিনে বিপাকে দেব

Dev is in trouble with suvori

টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী।দুজনের মধ্যে সম্পর্কও বেশ  ভালো।তবে সম্প্রতি শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন দেব।

এক সময় এই জুটির মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও  অনেক আগেই  ভাটা পড়ে সেই সম্পর্কে। তারপর দুজনের মধ্যে বাড়তে থাকে দূরত্ব।অবশেষে  কিছুদিন আগে নির্মাতা কৌশিক গাঙ্গুলি ধূমকেতু সিনেমার মাধ্যমে অবসান ঘটে তাদের সেই অভিমানের।

এবার শুভশ্রীর জন্মদিনে দেব তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানান। আর এতেই বেঁকে বসেছেন দেবের ভক্তরা।

এ বিষয়ে দেবের এক ভক্ত লিখেছেন, ‘দেব খুবই মহান মনের মানুষ।যে মেয়ে একসময় তার নামে যা খুশি তাই বলেছেন, তাকেই কি না জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি!’ এর পর ফেসবুকে কমেন্টের মাধ্যমে উঠে বিতর্কের ঝড়।এদিকে চুপ করে নেই শুভশ্রীর ভক্তরাও।তারাও প্রতিবাদ শুরু করেন প্রতিবাদ।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভশ্রী। আগামী বছর নাকি তারা বিয়েও করবেন।