মাত্র কয়েকদিন পরেই শুরু হবে বিগ বস ১০। এতোমধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। শোয়ের প্রথম দিনই সলমান খানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।
এই নিয়ে সপ্তমবারের মত বিগ বস হোস্ট করছেন সলমান। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিগ বস ১০। আর ওইদিনই সলমানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রাত ন’টায় সলমানের সঙ্গে বিগ বস ১০-এর সূচনা করবেন তিনি।
কালার্সের CEO রাজ নায়ক টুইটারে জানিয়েছেন, সত্যিই বিগ বসে আসছেন দীপিকা।
এরই মধ্যে দীপিকাকে নিয়ে প্রোমোও প্রকাশ পেয়েছে বিগ বসের। আর দীপিকা সেখানে বলেছেন, ভারতবাসী ও সেলেব্রিটিদের মধ্যে লড়াই শুরু হবে ১৬ অক্টোবর। সেদিন হলিউডের অ্যাকশন নিয়ে কালার্সে উপস্থিত থাকবেন তিনি। রাত ন’টায় বিগ বস ১০-এ।