শুরু হল ‘সুলতান সুলেমান’এর চতুর্থ পর্ব

Sultan Solaiman

‘সুলতান সুলেমান’ বন্ধের দাবিতে আন্দোলনের মুখেই দীপ্ত টিভিতে শুরু হল সিরিয়ালটির চতুর্থ পর্বের প্রচার। গতকাল রোববার (১ জানুয়ারি) থেকে যথারীতি সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হল এ ধারাবাহিক।

পৃথিবীজুড়ে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল প্রায় সাতশ বছর ধরে। সুলতান সুলেমানের নেতৃত্বে এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী পর্যন্ত। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল।

এছাড়া এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী। যার প্রতিদ্বন্দী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।