‘শেষ চিঠি’এখন ইউটিউবে

New music video'ses chithi'

কণ্ঠশিল্পী রায়হান এইচ সাখাওয়াতের গাওয়া `শেষ চিঠি` শিরোনামের গানের মিউজিক ভিডিও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ইউটিউবে। গত শনিবার (৩১ ডিসেম্বর) ২মিনিট ৩৮ সেকেন্ড ব্যপ্তির মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে  আরএম প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে শিল্পী রায়হান বলেন, নতুন আয়োজনে গানটি প্রকাশ করা হয়েছে। সবার কাছে ভালো বলে আশা করছি।

রেহমান রাহাতের পরিচালনায় মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন সৈয়দ সামিউল হক ও আনুশা রিয়া।

উল্লেখ্য,`শেষ চিঠি` গানটি গত সেপ্টেম্বরে আরএম মিউজিক থেকে মুক্তি পাওয়া মিক্সড অ্যালবাম `লাভহলিক` এর একটি গান।

রেহমান রাহাতের কথায় গানটির সুর করেছেন সুম, কম্পোজিশনে রয়েছেন অঙ্কুর রহমান ও সাউন্ড ডিজাইন করেছেন এ. এস. ইমন।

দর্শকেরা আরএম প্রডাকশনের ইউটিউব চ্যানেলে আজ থেকেই গানটি দেখতে পাচ্ছেন।