শেষ হল ‘হালদা’র শুটিং

Finishing work of 'Halda'

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবির শুটিং একেবারেই শেষের দিকে। বর্তমানে ছবিটির শুটিং চলছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পদ্মার পাড়ে। ‘হালদা’র শেষ দিনের শুটিং চলছে সেখানে।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ জানান, ‘কালই আমরা ঢাকায় ফিরবো। তারপর আগামী ২৩ ডিসেম্বর ছবির ইউনিট যাবে চট্টগ্রামে। সেখানে হাটহাজারি এলাকায় হালদা নদীর পাড়ে কয়েকটি সিকোয়েন্সের কাজ করলেই ছবির দৃশ্যধারণ পুরোপুরি শেষ হবে।’

‘হালদা’র শুটিংয়ের জন্য বর্তমানে গোয়ালন্দে রয়েছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, রুনা খান প্রমুখ শিল্পীবৃন্দ। এর আগে সেখান থেকে শুটিং শেষ করে ঢাকা ফিরেছেন ফজলুর রহমান বাবু ও সুজাত শিমুল।

ছবিটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু জানান, ‘খুব ভালো করে কাজটি করছি। আশা করি, অজ্ঞাতনামার মতো ভালো একটি ছবি উপহার পাবেন দর্শকরা।’

উল্লেখ্য, তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম ছবি ‘হালদা’। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয় হালদা ছবির শুটিং। তবে নির্মাতার ইচ্ছে, আগামী বছরের যেকোনো ভাল দিন উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া।