শ্রাবন্তীর পর এবার কোয়েল হতে চলেছেন শাকিব খানের নায়িকা

Shakib Khan is going to be the heroine of the quail

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘শিকারী’ ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও শ্রাবন্তী। দারুণ ব্যবসা সফল ছিল ছবিটি।

ঢাকায় চলচ্চিত্রটি সাফল্য নিয়ে এবার ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ১২ আগস্ট পশ্চিম বঙ্গের বিভিন্ন অঞ্চলে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সেই উপলক্ষে কিছুদিন আগে ‘শিকারী’র প্রচারণায় কলকাতা ঘুরে এসেছেন ঢাকাই ছবির কিং খান শাকিব।

শ্রাবন্তীর সঙ্গে শাকিবের সাফল্যে অনুপ্রাণিত যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এবার দুই বাংলার দর্শকদের দিতে যাচ্ছেন নতুন চমক।

এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিগগিরই শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকতার সুপার হিরোইন কোয়েল মল্লিককে।

তবে এখনো ঠিক হয়নি ছবির নাম। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু গুছিয়ে ঈদের আগেই ছবিটির ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জাজ।

প্রথমত কোয়েলকে শাকিবের বিপরীতে কাজ করার প্রস্তাব দেয়া হয় এবং কোয়েলও তাতে রাজি হয়েছেন। তিনি গল্প এবং নিজের চরিত্র কেমন তা বিস্তারিত জানতে চেয়েছেন। পাশাপাশি শিডিউল নিয়েও কিছুটা জটিলতা তো রয়েছেই। ডিসেম্বরের আগে সময় ফাঁকা নেই কোয়েলের। তাই ছবির শুটিং শুরু করতে হবে চলতি বছরের শেষদিকে। তবে জাজ ও এসকে মুভিজ চাইছে সবকিছু ঠিক হলে আগামী বছরের শুরুতেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব-কোয়েল।

সূত্রটি আরো বলেছে, জাজ-এসকে’র সঙ্গে শাকিব যৌথ প্রযোজনার আরো পাঁচটি ছবিতে কাজের জন্য সম্মতি জানিয়েছেন। ধারাবাহিকভাবে সেসব ছবির নায়িকার তালিকায় আছেন কোয়েল ছাড়াও কলকাতার সুপারহিট সব নায়িকারা। সেই তালিকায় এগিয়ে আছেন শুভশ্রী, নুসরাত, মিমি চক্রবর্তী, পায়েলও।

এবার শুধু দেখার পালা শ্রাবন্তীকে নিয়ে বাজিমাত করা শাকিব কলকাতার অন্য সব সুপারহিট নায়িকাদের নিয়ে কতোটা সফল হতে পারেন।