আগামী মাসে মুক্তি পেতে চলেছে শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’। আর তাই এবার ছবিটির প্রচারণার কাজে ঢাকায় আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। আগামীকাল ২৫ সেপ্টেম্বর তার ঢাকায় আসার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
৭ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রেম কি বুঝিনি’। ছবিটিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। তার বিপরীতে রয়েছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ওম।
‘প্রেম কি বুঝিনি’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। গল্প লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। আর ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ।
শুভশ্রী ও ওম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশীষ, হাসান ইমাম ও রেবেকা।