বর্তমান সময়ে বলিউডের ওপেন সিক্রেট রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম। দীপিকা ও রণবীরকে প্রায় সময়েই একসঙ্গে দেখা গেলেও বলিউডের একাংশের দাবি, খুব শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন জনপ্রিয় এই তারকা জুটি।
রণবীর অভিনীত ‘বেফিকরে’ ছবির ট্রেলার মুক্তির পর হইচই পরে গেছে দর্শক মহলে। এর কারণ ছবির নায়িকা বানী কাপুরের সঙ্গে একাধিক চুমু ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাকে।
অথচ এই প্রসঙ্গে কোন মন্তব্যই করেন নি প্রেমিকা দীপিকা। আর এতেই নাকি মনক্ষুন্ন রণবীর।
দীপিকার হলিউডের সিনেমা হোক বা সেরা অভিনেত্রীর সম্মান, সব কিছুতেই সমান উৎসাহিত রণবীর। কিন্তু, দীপিকার মন্তব্য না পেয়ে বেশ খেপে গিয়েছেন রণবীর।
বিষয়টি নিয়ে অবশ্য প্রকাশ্যে কেউই কোনও মন্তব্য করেননি। আর এতেই বলিউডে জল্পনা, তবে কি সম্পর্ক শেষের পথে এই জুটি!