সরকারি পোস্টারে মুস্তাফিজ


বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি পোস্টারে মুস্তাফিজুর রহমানে ছবি টানানো হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবনটিতে পুরো সীমানাপ্রাচীর জুড়ে শোভা পাচ্ছে বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমানের ছবিসংবলিত পোস্টার। আর পোস্টারটিতে লেখা আছে, ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর নজরকাড়া পারফরম্যান্সে ক্রিকেট প্রেমীরা রীতিমতো বিস্মিত। মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্স সত্যিই প্রশংসা করার মতো। তাইতো বলা হচ্ছে সময় এখন মুস্তাফিজের সময় এখন বাংলার।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ‍উন্নয়ন তখনই স্বয়ংসম্পূর্ণ হবে যখন আমরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করতে পারব। তাই এই সম্মানটা তার প্রাপ্য।