বাংলাদেশ থেকে গুগল সার্চে প্রবেশ করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে। মঙ্গলবার সকাল ১০টা থেকে গুগল ডটকম ডটবিডিতে কোনো কিছু সার্চ করা যাচ্ছে না। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমেও অনেকে উল্লেখ করেছেন।
কেউ কেউ গুগল হ্যাক হওয়ার কথা বলছেন। ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানি হ্যাকারদের কাজ। গুগল ক্রোম ব্রাউজার থেকে google.com.bd ব্রাউজ করতে চাইলে একটি কালো স্ক্রিনের উদয় হচ্ছে, যেখানে লেখা Google Bangladesh STAMPED by TeaM Pak Cyber Attackers.
গুগলের বাংলাদেশি ডেমোইন হ্যাক করার পর ওই হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন Faisal 1337 হিসেবে। একটি ফেইসবুক আইডি ও হটমেইলের একটি আইডিও তিনি দিয়েছেন। নোটিসে তিনি লিখেছেন, Security is just an illusion.
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, গুগল ডটকম ডটবিডি (google.com.bd)তে সমস্যা হয়েছে। তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে। কারিগরি ভাষায় একে বলে ডিএনএস ক্যাশ পয়জনিং। এটি এক ধরনের হ্যাকিং।