সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ এ উপস্থিত হয়েছিলেন বলিউড দাবাং খ্যাত তারকা সালমান খান। আর এই অনুষ্ঠানের এসেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রিয়েলিটি শোতে সালমান হাজির হন ছোট দুই ভাই সোহেল ও আরবাজকে নিয়ে। উক্ত অনুষ্ঠানে নানা প্রশ্নবাণে তাকে জর্জরিত করেন উপস্থাপক করণ জোহর।
অনুষ্ঠানের এক পর্যায়ে করণ প্রশ্ন করেন ‘এই প্রজন্মের সেরা পাঁচ অভিনেত্রী কে?’ প্রশ্নটা করা হয়েছিল সালমানের ভাই সোহেল খানকে।
কিন্তু সালমান নিজেই উত্তরটা দিয়ে দিলেন। নামটা যেহেতু সালমান খান আর বললেন, ‘এক থেকে চার পর্যন্ত ক্যাটরিনা কাইফের নাম বসিয়ে দাও। ‘ সালমানের উত্তর শুনে অবশ্য অনেক্ষণ হাসি থামাতে পারেননি করণ।
অবশেষে হাসি থামিয়ে কোনো মতে সালমানকে বলেছেন, এত উৎসাহিত! তোমাকে তো প্রশ্ন করিনি!
শুধু এই রিয়েলিটি শো-ই নয়, সুযোগ পেলেই ক্যাটরিনার নাম নিতে ভোলেন না সালমান। তাই ধারণা করা হচ্ছে, সাবেক প্রেমিকাকে এখনো ভুলতে পারেননি তিনি।