বেশ কয়েক মাস ধরেই মুম্বাইয়ে নেই সালমান খানের প্রেমিকা লুলিয়া ভানটুর। আর এই বিচ্ছেদের গল্প থিতু হতে না হতেই শোনা গেল ‘বাজরঙ্গি ভাইজান’ তারকার বিয়ের খবর।
রোমানিয়ান বংশোদ্ভুত লুলিয়া আর সালমানকে নিয়ে গত বছর দুয়েক ধরে বি টাউনে চলছে গুঞ্জন। শুধু সালমানই নয় তার পরিবারের সঙ্গে দারুণ ঘনিষ্টতা এ মডেল-অভিনেত্রীর। সালমানের মা-বোনের সঙ্গে একাধিক স্থানে দেখাও যায় তাকে।
এ বছরের শুরুতেই শোনা যায়, নভেম্বর-ডিসেম্বরের দিকে বিয়ে করতে যাচ্ছেন সালমান। এক সময়ে ভাইজানের সিনেমা সেটে লুলিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সালমানের ‘টিউবলাইট’ সেটেও ছিলেন লুলিয়া। তারা একসঙ্গে ধর্মীয় গুরু দালাইলামার সঙ্গেও দেখা করেন। এরপর মুম্বাই ফিরে দেশে উড়াল দেন লুলিয়া।জানা যায়,সালমান-লুলিয়ার মধ্যে মিলের চেয়ে অমিলও বেশি। তার উপর সাংস্কৃতিক পার্থক্য তৈরি করেছে নতুন সমস্যা।
অবশেষে আবারো উঠল সালমানের বিয়ের প্রসঙ্গ। ‘সুলতান’ তারকার উপস্থাপনায় টেলিভিশনে প্রচার হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। উক্ত অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী ওম স্বামীজী ভবিষ্যদ্বাণী করেছেন ২০১৭ সালে বিয়ে করতে যাচ্ছেন সালমান।