সুলতান সিনেমা ব্যবসা সফল হবার পর সাল্মান খানকে নিয়ে প্রযোজকদের মধ্যে যেন বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। আর এখন সেই উৎসাহ ক্ষতিগ্রস্থ করতে পারে সাইফ আলী খানকে।
মূলত রেস ছবির প্রথম দুই সিকুয়েলে মূল চরিত্রে অভিনয় করেন সাইফ আলী খান। তবে এবার সেখানে চলে এসেছে সালমান খান! সিনেমার পরিচালক এবার সালমান খানকে দেখতে চান এই সিনেমার তৃতীয় পর্বে । যদিও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়ে কোন ঘোষণা করেনি। তবুও এতে করে সাইফ আলী খানের হাত থেকে চলে গেল একটি সিরিজ সিনেমা।
এছাড়াও কিছুদিন আগে বন্য হরিণ শিকারের মামলা থেকে সালমান রেহাই পেলেও সেই মামলায় ফেঁসে যায় সাইফ আলী খান। তাদের মাঝে একের পর এক রেষারেষি যেন বৃদ্ধি পেতেই যাচ্ছে। আর এখন এই সিনেমাও মনে হয় হাতছাড়া হতে চলেছে সাইফের।