গত কয়েকমাস ধরে গোটা বলিউডের আলোচনার বিষয় ছিল আগামী ডিসেম্বরে বিয়ে করবেন সালমান খান আর পাত্রী য়ুলিয়া ভনটুর। কিন্তু সেই সম্ভবনাকে শেষ করে দিল তাঁদের এই বিচ্ছেদের খবর।
কালচারাল এবং ইমোশনাল দূরত্বই ভাঙন ধরাল এই সম্পর্কে। রোমানিয়ান মডেল য়ুলিয়ার পরিবার অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে পড়া ‘খানদান’-এর থেকে। তবুও বিয়ের আগে ভাল বৌমা হওয়ার সব রকমের চেষ্টাই করেছিলেন তিনি। সালমানের মা, বোনেদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করেছিলেন, যে কোনও অনুষ্ঠানে পরিজনদের খুশি রাখারও চেষ্টা করতেন।কিন্ত তারপরও একটা ফাঁক থেকেই গেল। আর সেটাই নাকি এই সম্পর্ক ভাঙার পিছনে মূল কারণ।
য়ুলিয়া নাকি এখনও তাঁর পুরনো প্রেমিককেই ভালবাসেন। আর এটাই মেনে নিতে পারেননি সালমান। য়ুলিয়া তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভিসা সমস্যার জন্য আপাতত তিনি ভারতে থাকতে পারছেন না। তবে বি-টাউনের একটা বড় অংশের দাবি, খান পরিবারে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন য়ুলিয়া। সলমন বর্তমানে আর কোনও ভাবেই ফিরে যেতে রাজি নন পুরনো সম্পর্কে।