সৌদি আরবে শখ ও নিলয়ের প্রথম বিবাহ বার্ষিকী পালন

aanuversary of shokh-niloy

আজ জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর  ও আনিকা কবির শখের প্রথম বিবাহবার্ষিকী। বর্তমানে তাঁরা সৌদি আরবে তাদের প্রথম বিবাহবার্ষিকী  উদযাপন করছেন। কারণ গত বছরের ৩১ ডিসেম্বর তাঁরা সেখানে ওমরাহ হজ পালন করতে গেছেন। তাঁদের সঙ্গে নিলয়ের মা-বাবাও সেখানে হজ পালন করছেন।

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অভিনেত্রী শখ নিলয়কে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। শখ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এক বছর চলে গেল। শুভ বিবাহবাষির্কী।’

এদিকে নিলয়ের বন্ধু শেখ আমিনুল হক ইমন জানান, ওমরাহ হজ করে ১০ জানুয়ারি শখ ও নিলয়ের ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে  একটি বিজ্ঞাপনে  একসঙ্গে কাজ করতে গিয়ে  পরিচয় হয় শখ-নিলয়ের। এরপর তৈরি হয় বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন প্রেম করার পর গত বছরের ৭ জানুয়ারি বিয়ে করেন তাঁরা। আর বিয়ের পর একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেও অভিনয় করেছেন তাঁরা।

বিয়ের পর নতুন সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত থাকলেও মিডিয়ায় নিয়মিত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শখ। ইতোমধ্যে নিলয়-শখ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একটি চলচ্চিত্রেও। সানিয়াত হোসেন পরিচালিত ছবিটির নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’।