স্টার সিনেপ্লেক্সের টিকেট পাবেন এখন বিডিটিকেটসেও


প্রয়োজন রইল না আর লাইনে দারিয়ে সিনেপ্লেক্সের টিকেট কাটার। সময় বাচাতে ও আপেক্ষার বাঁধ পেরিয়ে এখন স্টার সিনেপ্লেক্সের টিকেট পাবেন অনলাইন টিকেটিং সাইট বিডিটিকেটসে ডটকম।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সের টিকেট এখন জনপ্রিয় অনলাইন টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকমে। এ সুবিধাটি এনেছে রবি ডিজিটাল সার্ভিস। বিডিটিকেটস ডটকম ব্রাউজ করে দেশী বিদেশের কোন কোন জনপ্রিয় সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে তা দেখে নেওয়া যাবে এবং রবির মাধ্যমে কিনতে পারবেন এই মুভির টিকেট।

বিডিটিকেটস ডটকম এই প্লাটফরমে প্রবেশ করে শুধু সিনেপ্লেক্সেরই নয় সকল গ্রাহকরা বাস ও লঞ্চের টিকেটও কিনতে পারবেন। সাইটির বিস্তারিত সেবা সম্পর্কে জানতে ভিজিট করুন www.bdtickets.com